Gariahat Choitro Sale : এক ছাদের তলায় রকমারি জিনিসের চৈত্রসেল গড়িয়াহাট মোড়ে - Saj Ghar Choitro Sale at Gariahat
শুরু হয়ে গিয়েছে চলতি এবছরের চৈত্র সেল । কোনও দোকানে 50 শতাংশ তো কোনও দোকানে 40 শতাংশ ছাড় । কম বাজেটে পছন্দের দরকারি জিনিস কিনে মজুত করার এটাই তো আদর্শ সময় (Saj Ghar Choitro Sale at Gariahat) । আর এবার হদিস মিলল এক ছাদের তলায় রকমারি জিনিসের । শাড়ি, ব্লাউজ, জুয়েলারি, বাসনপত্র, সুগন্ধী, কেক সবকিছুর বিপুল আয়োজন এক ছাদের তলায় । এমনই এক আয়োজন করল 'সাজ ঘর' নামের একটি সংস্থা । যারা প্রায়ই এমন উদ্যোগ নিয়ে থাকে । এক ছাদের তলায় মানুষের জন্য রকমারি জিনিসের পসরা সাজানোর ব্যবস্থা করে দেয় 'সাজ ঘর' ।
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST