Leopard Injured: নকশালবাড়িতে গাড়ির ধাক্কায় জখম চিতাবাঘ - Injured leopard in Naxalbari
শিলিগুড়ি সংলগ্ন নকশালবাড়ির হাঁসখোয়ায় 31 নম্বর জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় জখম হল একটি চিতাবাঘ (Injured leopard in Naxalbari) ৷ বন দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ জাতীয় সড়ক পার হতে গেলে আচমকা একটি গাড়ি ধাক্কা মারে জন্তুটিকে। ঘটনার পর বেশ কিছুক্ষণ জাতীয় সড়কের উপরই পড়েছিল চিতাবাঘটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বাগডোগরা রেঞ্জের বনকর্মীরা। তাঁরা চিতাবাঘটিকে খাঁচায় করে চিকিৎসার জন্য বেঙ্গল সাফারি পার্কে নিয়ে যান। সেখানেই চিতাবাঘটির চিকিৎসা চলছে। এই নিয়ে গত এক বছরে 3টি চিতাবাঘের মৃত্যু হয়েছে। বন দফতরের তরফে জাতীয় সড়কের উপর যেখানে চিতাবাঘ ও হাতির করিডোর রয়েছে, সেসব জায়গায় গাড়ির গতি মেপে দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও চালকদের অসতর্কতার কারণে এই ধরনের ঘটনা ঘটেই চলছে।
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST