পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

সাধারণ বাজেটে কর ব্যবস্থার সরলীকরণ হোক, চাইছেন ব্যবসায়ীরা - ইউনিয়ন বাজেট 2020

By

Published : Jan 30, 2020, 9:19 PM IST

GST নিয়ে আগেও সরব হয়েছেন বড়বাজারের ব‍্যবসায়ীরা । এখনও তাঁরা সরব একই বিষয় নিয়ে । GST নিয়ে রয়েছে একাধিক অভিযোগ । ব‍্যবসায়ীদের প্রশ্ন, “যদি দেরিতে আমাদের ফাইন দিতে হয়, তবে সরকার সুদ দেবে না কেন?" আরও প্রশ্ন, “ আমাদের ভুলে ফাইন দিতে হলে, GST কর্মীরা ফাইন দেবেন না কেন?" তাঁদের দাবি, ট‍্যাক্সের হিসেব রাখতে গিয়ে যে সময় যাচ্ছে তাতে মার খাচ্ছে ব‍্যবসা । পুরো বিষয়টির সরলীকরণের দাবি তুলেছেন তাঁরা ।

ABOUT THE AUTHOR

...view details