বাজেটে রাসায়নিক সার ও কীটনাশকের দাম নিয়ন্ত্রণের দাবি - ইউনিয়ন বাজেট 2020
প্রতিনিয়ত বেড়ে চলেছে কীটনাশক, রাসায়নিক সারের দাম ৷ অনেক সময় সর্বাধিক বিক্রয় মূল্যের থেকেও বেশি দাম দিয়ে কীটনাশক, সার কিনতে হয় কৃষকদের ৷ কিন্তু সব কিছুর পরও ফসলের দাম পাচ্ছেন না কৃষকেরা ৷ এটাই তাঁদের দীর্ঘদিনের অভিযোগ ৷ ফলে 2020 সাধারণ বাজেটে যাতে রাসায়নিক সার, কীটনাশকের দাম নিয়ন্ত্রণের দাবি জানিয়েছে বর্ধমানবাসী ৷