WB Election : জঙ্গিপুরে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে, দাবি জাকিরের - জঙ্গিপুর বিধানসভা
গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন জাকির হোসেন (Jakir Hossain) । তাঁর বিধানসভায় একাধিক জায়গায় অবৈধ জমায়েতের অভিযোগ উঠেছে ৷ মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অবশ্য সে অভিযোগ অস্বীকার করেছেন ৷ তিনি বলেন, "অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন চলছে ৷ ব্যাপকভাবে মানুষের সাড়া পাচ্ছি আমরা ৷ তাঁরা নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন ৷"