প্রতিবেশীর সঙ্গে ঝগড়া, অপমানে আত্মঘাতী মহিলা - অপমানে আত্মঘাতী মহিলা
বাচ্চাদের মারধরের ঘটনাকে কেন্দ্র করে গতকাল প্রতিবেশী সীমা সিশোধিয়ার সঙ্গে ঝগড়া হয়েছিল রিচা কুমারীর । সাময়িকভাবে ঝগড়া মিটলেও আজ সকালে ফের অশান্তি শুরু হয় । অভিযোগ, রিচাকে গালিগালাজ করেন সীমা ও তাঁর পরিবারের লোকদন । মারধরও করা হয় বলে অভিযোগ । এরপরেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন রিচা । শিলিগুড়ির সিস্টার কলোনির ঘটনা ।