"আমরা সবাই বহিরাগত" স্লোগান ডাক্তারদের - NRS Issue
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বহিরাগত তত্ত্বের তীব্র বিরোধিতা RG কর হাসপাতালে । চিকিৎসকদের স্লোগান "আমরা সবাই বহিরাগত"। আজ RG কর মেডিকেল কলেজ ও হাসপাতালে সিনিয়র ও জুনিয়র ডাক্তারদের তরফে একটি সভা কর হয়। সেই সভা থেকে মুখ্যমন্ত্রীর বহিরাগত তত্ত্বের তীব্র নিন্দা করা হয় । তবে সিনিয়র ডাক্তাররা জানান, যে তারা GB মিটিংয়ে অচলাবস্থা তুলে নেওয়ার আবেদন জানাবেন । দেখুন ভিডিয়ো...
Last Updated : Jun 15, 2019, 2:25 PM IST