WB ByPoll : দিনহাটায় বুথে এজেন্ট দিতে না পারায় তৃণমূলকে দোষারোপ নিশীথের, কটাক্ষ উদয়নের - উদয়ন গুহ
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বুথে বিজেপির পোলিং এজেন্ট নেই । নিশীথের অভিযোগ, তৃণমূল হুমকি দিয়ে বিজেপির এজেন্টকে বের করে দিয়েছে ৷ এখানে তৃণমূলের লাগামছাড়া সন্ত্রাস চলছে ৷ শনিবার সকালে সেই 7/235 বুথ পরিদর্শনে গেলেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ । সেখানে গিয়ে তিনি বলেন শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে । এই বুথে ভাল লিড হবে । পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে এই অভিযোগ প্রসঙ্গে উদয়ন বলেন, "কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর এই বুথে যদি হুমকি দেওয়া হয় । তাহলে ওঁর মন্ত্রিত্ব ছেড়ে দেওয়া উচিত ।"
Last Updated : Oct 30, 2021, 2:26 PM IST