লাইনে বোমাতঙ্ক, শিয়ালদা দক্ষিণ শাখায় বিঘ্নিত রেল চলাচল - sealdah station
রেল ট্র্যাকের ধারে প্লাস্টিকে মোড়া বস্তুকে ঘিরে বোমাতঙ্ক দক্ষিণ বারাসত স্টেশনে । বিঘ্নিত হয় শিয়ালদা দক্ষিণ শাখার রেল চলাচল । যাত্রী সুরক্ষার্থে আপ লাইনে ঢুকে পড়া লক্ষ্মীকান্তপুর লোকালটিতে তল্লাশি চালায় GRP । প্লাস্টিকে মোড়া বস্তুটিকেও উদ্ধার করা হয় । ভিডিয়ো...