পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Jitendra Tiwari : ফের পাণ্ডবেশ্বরে জিতেন্দ্রকে ঢুকতে বাধা, গাড়ি লক্ষ্য করে ইট-জুতো - Jitendra Tiwari

By

Published : Aug 17, 2021, 7:43 PM IST

Updated : Aug 17, 2021, 8:07 PM IST

ফের পাণ্ডবেশ্বরে জিতেন্দ্র তিওয়ারিকে (Jitendra Tiwari) ঢুকতে বাধা দিলেন তৃণমূল কর্মীরা ৷ মঙ্গলবার পাণ্ডবেশ্বরে দলীয় কর্মীর বাড়িতে মনসা পুজোর জন্য যাচ্ছিলেন তিনি ৷ আচমকা তাঁর গাড়ি আটকে রেখে বিক্ষোভ শুরু করেন পাণ্ডবেশ্বরের তৃণমূলের কর্মীরা ৷ কালো পতাকা দেখিয়ে স্লোগান দেওয়া হয়, "কয়লা চোর জিতেন্দ্র তিওয়ারি হায় হায় ৷" বহুলা এলাকায় জিতেন্দ্রর গাড়ি আটকে রেখে প্রায় দেড় ঘণ্টা ধরে চলে বিক্ষোভ । বিজেপি নেতার অভিযোগ, তাঁর গাড়িকে লক্ষ্য করে ইট, জুতোও ছোড়া হয়েছে । জিতেন্দ্রর একসময়ের ছায়াসঙ্গী বীরবাহাদুর সিংয়ের পাল্টা অভিযোগ, জিতেন্দ্র শান্ত পাণ্ডবেশ্বরকে অশান্ত করার জন্য বারবার এখানে আসছেন । তাই এলাকার মানুষ প্রতিবাদ জানাচ্ছেন ৷ উত্তপ্ত হয়ে উঠলে অন্ডাল এবং পাণ্ডবেশ্বর থানার পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । তবে জিতেন্দ্র জানিয়েছেন, তৃণমূলের বড় নেতারা এদের দিয়ে এসব করাচ্ছেন ৷ তাই এদের ক্ষমা করছেন । পুলিশে অভিযোগ জানাচ্ছেন না ।
Last Updated : Aug 17, 2021, 8:07 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details