TMC : 'আমরা সবাই দিদির সমর্থক, আমাদের পতাকার রং গেরুয়া', সুব্রতর স্মরণসভায় বেফাঁস দলীয় বিধায়ক - আরামবাগ
"আমরা সবাই দিদির সমর্থক । আমাদের পতাকার রং গেরুয়া । আমরা তৃণমূলের লোক ৷" সুব্রত মুখোপাধ্যায়ের স্মরণসভায় কার্যত বেফাঁস মন্তব্য করে বসলেন খোদ তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি । তৃণমূল নেতা তথা বিধায়কের এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর চর্চা । গোঘাট-1 ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুক্রবার রাজ্যের প্রয়াত মন্ত্রীর স্মরণে একটি সভার আয়োজন করা হয় । উপস্থিত ছিলেন আরামবাগ তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি তথা বিধায়ক রামেন্দু সিংহরায় । প্রয়াত মন্ত্রীর রাজনৈতিক জীবন নিয়ে ভাষণের পাশাপাশি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে রাশ টানতে গিয়ে কর্মীদের উজ্জীবিত করতে ঝাঁজালো বক্তব্য দিতে শুরু করেন রামেন্দু ৷ তাতেই সুর কাটে বিধায়কের । চড়া সুরে কর্মীদের একাধিক নিদান দেওয়ার পাশাপাশি বলে বসেন, "আমরা সবাই দিদির সমর্থক । আর আমাদের পতাকার রং গেরুয়া ৷"