Mamata Banerjee : মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের কামনায় পুরুলিয়ায় তৃণমূলের মহাযজ্ঞ - Mamata Banerjee : মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের কামনায় পুরুলিয়ায় তৃণমূলের মহাযজ্ঞ
আগামিকাল ভবানীপুর উপনির্বাচনের (Bhabanipur By-Poll) ফল ঘোষণা । তার আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জয়ের কামনায় এবং দলকে দিল্লির পথে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে মহাযজ্ঞের আয়োজন করলেন তৃণমূল নেতা-কর্মী-সমর্থকরা । শনিবার পুরুলিয়ার শহরের উপকণ্ঠে তেলকলপাড়া শ্মশানকালী মন্দিরে আয়োজিত হয় এই যজ্ঞনুষ্ঠান । শাস্ত্রীয় মতে, বৈদিক মন্ত্র উচ্চারণ করে পুজোতে বসলেন তৃণমূল নেতা সুজয় বন্দ্যোপাধ্যায় । অনুষ্ঠানে অন্যান্য তৃণমূল নেতাদের দেখা না মিললেও সুজয়ের দাবি, জেলার সব নেতাদের হয়েই তিনি এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছেন ।