অর্জুন সিংয়ের উপর হামলার কারিগর মমতার বিরুদ্ধে FIR হওয়া উচিত : মুকুল - launch a FIR against Mamata Banerjee
অর্জুন সিংকে খুন করতে চাইছেন মমতা ব্যানার্জি ৷ এই অভিযোগ গতকালই করেছিলেন তিনি ৷ এবার মমতার বিরুদ্ধে FIR করার দাবি জানালেন BJP নেতা মুকুল রায় ৷ বলেন, "অর্জুন সিংকে হত্যা করার চক্রান্ত করেছে মমতা ৷ বাংলায় কোনও গণতন্ত্র নেই ৷ অর্জুন সিংয়ের উপর হামলার কারিগর মমতার বিরুদ্ধে FIR হওয়া উচিত ৷"