পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

রাজ্য পুলিশ মমতার আঁচল মাথায় দিয়ে নাচে : সুজন - পুলিশ

By

Published : Sep 15, 2019, 11:01 AM IST

ফের রাজ্যের পুলিশ-প্রশাসনকে কটাক্ষ করলেন CPI(M) নেতা সুজন চক্রবর্তী ৷ প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে দেখে অন্য পুলিশ আধিকারিকদের শিক্ষা নেওয়ার পরামর্শ দেন তিনি ৷ বলেন, "রাজ্য পুলিশ মমতা ব্যানার্জির আঁচল মাথায় দিয়ে নাচে ৷ তাই টেবিলের তলায় লুকাতে হয় ৷ রাজীব কুমার তো এখন দৌড়ে বেড়াচ্ছেন ৷ তাঁকে দেখে অন্য পুলিশরা শিক্ষা নিক ৷ অসৎ সঙ্গে সর্বনাশ ৷ মমতার আঁচল মাথায় নিয়ে যে পুলিশকর্মীরা নাচছেন তাঁদের সর্বনাশ হবে ৷" ভিডিয়োয় শুনুন তিনি আরও কী বলেছেন ৷

ABOUT THE AUTHOR

...view details