পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

আপৎকালীন পরিস্থিতিতে পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত PVD-র - পিভিডি

By

Published : Mar 23, 2020, 10:49 PM IST

রাজ্যে জারি হয়েছে লকডাউন । বন্ধ সমস্ত যান চলাচল । তবে, প্রয়োজনে আপৎকালীন পরিস্থিতিতে পরিষেবা দেবে বেসরকারি বাস । আজ পাবলিক ভেহিকেলস ডিপার্টমেন্টের একটি জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় । বৈঠকে বেসরকারি বাস সংগঠন 100 টি বাসের নম্বর এবং সেই বাস চালকদের নাম ও ফোন নম্বর জমা নেওয়া হয় । অন্যদিকে মিনিবাসের ক্ষেত্রে 50 টি বাসের নম্বর এবং সেই বাসগুলির চালকের নাম ও নম্বর দেওয়া হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details