Mission Nirmal Bangla : পুরুলিয়াকে ‘নির্মল’ করতে উদ্যোগী জেলা প্রশাসন - পুরুলিয়া জেলা প্রশাসন
পুরুলিয়া জেলাকে ‘মিশন নির্মল বাংলা’র মাধ্যমে নির্মল পুরুলিয়া গড়ে তুলতে উদ্যোগী হল পুরুলিয়া জেলা প্রশাসন ৷ আজ এক সাংবাদিক বৈঠকে একথা জানালেন পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার ৷ পুরুলিয়া জেলাজুড়ে জনগণকে সচেতন করতে 15 নভেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত চলবে প্রচার অভিযান । প্রচারের জন্য পুরুলিয়া জেলা পরিষদের চারটি ট্যাবলোর উদ্বোধন করলেন জেলাশাসক রাহুল মজুমদার, জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় ও অতিরিক্ত জেলাশাসক কৃত্তিকা শর্মা ।