Puja Parikrama : আসানসোল আপকার গার্ডেনের পুজোয় কুমোরপাড়ার গরুর গাড়ি - আসানসোল
আসানসোল আপকার গার্ডেন থিমের পুজো এবার সেরার সেরা পুরস্কার ছিনিয়ে নিয়েছে । থিমে রয়েছে নানা অভিনবত্ব । 82 বছরের প্রাচীন এই পুজোর এবারের থিম কুমোরপাড়ার গরুর গাড়ি । মূলত রবীন্দ্রনাথের হাট কবিতাকেই তুলে ধরা হয়েছে । মণ্ডপ হয়েছে বিরাট একটি 1গরুর গাড়ির আদলে ৷ সঙ্গে আছে সমগ্র হাট । মূর্তি ও মডেলের মাধ্যমে একটি সম্পূর্ণ হাটকে তুলে ধরা হয়েছে । মণ্ডপেই দেখা মিলবে সহজ পাঠ বই ও তার নস্টালজিক ছবিগুলির । দেবী প্রতিমাও অপূর্ব ৷