Priyanka Tibrewal : ভবানীপুরে ঢাক বাজিয়ে চণ্ডীপাঠ করে প্রচার প্রিয়াঙ্কার - Firhad Hakim
ঢাক বাজিয়ে চণ্ডীপাঠ করে প্রচার করলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী ৷ এদিন সকাল সকাল 70 নম্বর ওয়ার্ডে প্রচারে করলেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal) ৷ চণ্ডীপাঠ করে ফিরহাদ হাকিমকে (Firhad Hakim) কড়া হুঁশিয়ারি দেন প্রিয়াঙ্কা, "দুর্গা ও কালীর অপমান আমরা কোনও ভাবেই বরদাস্ত করব না । কালীর কী শক্তি আছে, দুর্গার কী শক্তি আছে সেটা তোমাকে বুঝিয়ে দেব ইঞ্চি ইঞ্চিতে ।"