গুরুদক্ষিণা : আদবানিকে প্রণাম মোদির - Seventh phase Election
লোকসভা ভোটে তাঁদের সম্পর্কের রসায়ন নিয়ে প্রশ্ন উঠেছিল । দলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য লালকৃষ্ণ আদবানিকে আগেই মাগদর্শক মণ্ডলীতে পাঠানো হয়েছিল । আর এবার লোকসভা ভোটে গান্ধিনগর থেকে টিকিটও দেওয়া হয়নি আদবানিকে । পরে "দেশ আগে, দল তার পরে, ব্যক্তি সব শেষে" শীর্ষক একটি ব্লগ লেখেন আদবানি । রাজনৈতিক মহলের একাংশের অভিমত ছিল, নাম না করে মোদিকেই সমালোচনা করছেন বর্ষীয়ান নেতা । তারপর আজ আদবানির সঙ্গে দেখা করেন নরেন্দ্র মোদি । পায়ে হাত দিয়ে প্রণাম করেন মোদি । দেখুন ভিডিয়ো...