KMC Election 2021 : রাজ্য নির্বাচন কমিশনের সামনে কংগ্রেসের বিক্ষোভ, নিয়ে যাওয়া হল লালবাজারে - Police prevent Congress workers from protesting in front of election commission office
কংগ্রেসের অসিত মিত্রের নেতৃত্বে একদল দলীয় কর্মী রাজ্য নির্বাচন কমিশনের একশো মিটারের মধ্যে বিক্ষোভ দেখানোর চেষ্টা করেন (Congress workers tried to protest in front of SEC) ৷ অসিত মিত্র-সহ 20-25 জনকে আটক করে তৎক্ষণাৎ লালবাজারে নিয়ে আসা হয় ৷ কংগ্রেস কর্মীরা স্লোগান দেন, রাজ্য নির্বাচন কমিশন এবং পুলিশ দলদাসে পরিণত হয়েছে ৷ ভোট লুঠ হয়েছে ৷
TAGGED:
KMC Election 2021