সাপ্তাহিক লকডাউনের তৃতীয় দিনে হুগলিতে কড়া পুলিশ, চলছে ধরপাকড় - Third day of Weekly Lockdown
সাপ্তাহিক লকডাউনের আজ তৃতীয় দিন ৷ সেইমতো সকাল থেকেই হুগলিতে কড়াকড়ি পুলিশের ৷ বিভিন্ন এলাকায় চলছে পুলিশি টহল ৷ রাস্তায় কাউকে দেখলেই করা হচ্ছে জিজ্ঞাসাবাদ ৷ দেখা হচ্ছে কাগজপত্র ৷ লকডাউন অমান্য করে অকারণে রাস্তায় বেরোনোয় ইতিমধ্যে কয়েকজনকে আটকও করেছে পুলিশ ৷