পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Ganges erosion in Samserganj : সামশেরগঞ্জে নদী ভাঙনে একের পর এক বাড়ি তলিয়ে যাচ্ছে গঙ্গাগর্ভে - সামশেরগঞ্জে গঙ্গায় ভাঙন

By

Published : Dec 3, 2021, 1:00 PM IST

জলস্তর কমতেই ফের গঙ্গা ভাঙন শুরু হয়েছে সামশেরগঞ্জে । একের পর এক বাড়ি তলিয়ে যাচ্ছে গঙ্গায় ৷ শুক্রবার সকালে আতঙ্কে ঘুম ছুটেছে গঙ্গাপাড়ের বাসিন্দাদের । মুর্শিদাবাদে এই অঞ্চলে বিশাল এলাকায় ফাটল দেখা দিয়েছে । বিপজ্জনক অবস্থায় ঝুলছে বেশ কয়েকটি বাড়ি । আতঙ্কে ভিটেমাটি ছেড়ে জিনিসপত্র নিয়ে অনিশ্চিত আশ্রয়ের খোঁজে পালাচ্ছেন বাসিন্দারা । তীব্র ক্ষোভ প্রশাসনের বিরুদ্ধে । (People run away as Ganges erosion in Samserganj) অবিলম্বে ভাঙন প্ৰতিরোধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বাসিন্দারা ।

ABOUT THE AUTHOR

...view details