প্রয়াত প্রিয় বন্ধুকে গোল উৎসর্গ সাইরাসের - danial cyras dedicated his goal to his dead friend
এসেছিলেন মোহনবাগানের রক্ষণ সামলাতে ৷ কিন্তু সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি ৷ তাই মোহনবাগান জনতার নয়নের মণি হয়ে উঠতে পারেননি এখনও ৷ কিন্তু রক্ষণ সামলে ইন্ডিয়ান অ্যারোজের বিরুদ্ধে জয়সূচক গোল করেছেসন তিনি ৷ আর তাতেই রাতারাতিই মোহনবাগানের হিরো হয়ে গিয়েছেন ত্রিনিদাদ অ্যান্ড টোবাগের ফুটবলার ড্যানিয়াল সাইরাস ৷ কল্যাণীতে দুরন্ত গোল করেছেন ৷ যে গোলকে এখনও পর্যন্ত চলতি আই লিগের সেরা গোল বলছেন ফুটবল বোদ্ধারা ৷ দুরন্ত এই গোল করেই সেই গোল উৎসর্গ করলেন জাতীয় দলের প্রয়াত সতীর্থ ও বন্ধু শ্যাননকে ৷ পথ দুর্ঘটনায় প্রাণ হারান ৷ বন্ধুর শেষকৃত্যে উপস্থিত থাকার ইচ্ছা থাকলেও, যেতে পারেননি তিনি ৷