Durga Puja-Crime : বিসর্জনের পরে বেনাচিতির পুজো মণ্ডপে বোমাবাজি, এলাকায় পুলিশ পিকেটিং
দুর্গাপুরের বেনাচিতি অন্নপূর্ণানগর এলাকার প্রতিমা বিসর্জনের পরে চলল দুষ্কৃতী আক্রমণ ৷ চলে বোমাবাজিও ৷ অভিযোগ, মদ খাওয়ার টাকা চেয়ে না পেয়েই এমনটা করেছে স্থানীয় দুষ্কৃতী শেখ আক্রম ৷ সে এবং তার সাঙ্গপাঙ্গরা স্থানীয় যুবকদের মারধরও করে ৷ অন্নপূর্ণানগরের মন্দিরের প্রণামী বাক্স, জানালার কাচ-সহ বেশ কিছু গাড়িতেও ভাঙচুর চালায় ৷ দুর্গাপুর থানার পুলিশ দোষীদের খোঁজে তল্লাশি শুরু করেছে । এলাকায় রয়েছে পুলিশ পিকেট ৷ গোটা ঘটনায় এখন থমথমে বেনাচিতির অন্নপূর্ণা নগরের বাসিন্দারা ।