পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Flag Hoisting : জুতো পরে জাতীয় পতাকা উত্তোলন করে বিতর্কে মন্ত্রী - বিতর্কে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী

By

Published : Aug 15, 2021, 9:30 PM IST

জুতো পরে জাতীয় পতাকা উত্তোলন করে বিতর্কে জড়ালেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী (Siddiqullah Chowdhury) । রবিবার দেশের 75তম স্বাধীনতা দিবসে মন্তেশ্বরের কুসুমগ্রাম বাসস্ট্যান্ডে জাতীয় পতাকা উত্তোলন করতে যান রাজ্যের মন্ত্রী । সেখানেই তিনি জুতো পরেই পতাকা উত্তোলন করেন ৷ সেই ভিডিয়ো চারিদিকে ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় ওঠে । প্রশ্ন উঠেছে, কীভাবে রাজ্যের একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জুতো না খুলেই পতাকা উত্তোলন করলেন ? এনিয়ে মন্ত্রীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । তবে এটা উল্লেখ্য, ভারতের সংবিধানে কোথাও বলা নেই যে, জুতো পরে পতাকা উত্তোলন করা যাবে না ৷ কিন্তু ভারতীয় সংস্কৃতিতে জুতো পরে এই ধরনের কাজ করার রীতি নেই ৷ তাই সাধারণ ভাবে এটাই আশা করা হয় যে জাতীয় পতাকা উত্তোলন করার সময় জুতো খুলেই তা করা হয়ে ৷ তাই এই বির্তক ৷

ABOUT THE AUTHOR

...view details