পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Fake Document Arrest : টাকা দিলেই মিলছে সরকারি নথি, ভাঙড়ে ধৃত যুবক - Man arrested in Bhangar for faking govt documents

By

Published : Jan 7, 2022, 5:31 PM IST

ভাঙড়ে সরকারি নথি জাল (Fake Document Arrest in Bhangar) ৷ টাকা দিলেই মিলছে জন্ম সার্টিফিকেট, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, ওয়ারিশন সার্টিফিকেট-সহ পঞ্চায়েতের প্রধানের সুপারিশ করা বিভিন্ন ধরনের শংসাপত্র । বেশ কিছুদিন ধরে ভাঙড়-1 ব্লকের চন্দনেশ্বর-2 গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ঘটনা ঘটছিল ৷ জাল করা হয়েছিল প্রধানের স্বাক্ষর, সিল, স্ট্যাম্প ৷ বিষয়টি নজরে আসার পরই ভাঙড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন খোদ পঞ্চায়েত প্রধান । এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details