পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Mamata message to COVID patients : কোভিড রোগীদের আরোগ্য বার্তা মমতার - কোভিড রোগীদের আরোগ্য বার্তা মমতার

By

Published : Jan 6, 2022, 10:03 PM IST

মুখ্যমন্ত্রীর নির্দেশে করোনা আক্রান্তদের কাছে পৌঁছনো হল আরোগ্য কামনা বার্তা (Mamata sends fruit basket to COVID patients) ৷ 70 নম্বর ওয়ার্ডের কোভিড আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় ফলের বাস্কেট ৷ তাতে লেখা থাকতে দেখা যায়, "গেট ওয়েল সুন" (Mamata sends Get well soon message to COVID patients) ৷ পাশাপাশি দেওয়া হচ্ছে একটি করে গোলাপ ফুল ৷ কাউন্সিলর অসীম বসু জানান, কঠিন সময়ে করোনা রোগীরা যে একা হয়ে যাননি, সে বার্তা দিতেই এই উদ্যোগ ৷

ABOUT THE AUTHOR

...view details