CPI(M) লোভী, BJP ভোগী আর তৃণমূল ত্যাগী : মমতা - তৃণমূল কংগ্রেস
আজ বাঁকুড়ার জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি তৃণমূল কংগ্রেস কর্মীদের বলব, তৃণমূল করতে গেলে ত্যাগী হতে হবে । লোভী হওয়া চলবে না । মানুষের পাশে দাঁড়াতে হবে । CPI(M) আজ সবচেয়ে বড় লোভী, BJP ভোগী আর তৃণমূল করতে গেলে ত্যাগী হতে হবে । ওদের পাল্লায় পড়বেন না ।"