ভেজিটেবল স্যান্ডুইচ দিয়েই হোক রান্নায় হাতে খড়ি - ভেজিটেবল স্যান্ডুইচ
রান্না করতে জানেন না ৷ অথচ এই লকডাউনে আসছে না রান্নার লোক ৷ ভাবছেন কী খাবার দিয়ে রান্নায় হাতে খড়ি করবেন ? উত্তর ভেজিটেবল স্যান্ডুইচ ৷ সেদ্ধ আলু, পিঁয়াজ ও কুচানো ধনেপাতা দিয়ে বাড়িতেই সহজে তৈরি করে ফেলুন ভেজিটেবল স্যান্ডুইচ ৷ তারপর জলখাবার হোক বা দুপুরের খাবার বা হোক রাতের খাবার, সঙ্গী করুন এই সুস্বাদু ভেজিটেবল স্যান্ডুইচকে ৷