Locket Chatterjee : ভোট পরবর্তী হিংসার মামলায় হাইকোর্টের রায় ঐতিহাসিক, মন্তব্য লকেটের - Locket Chatterjee : ভোট পরবর্তী হিংসার মামলায় হাইকোর্টের রায় ঐতিহাসিক, মন্তব্য লকেটের
ভোট পরবর্তী হিংসার মামলায় বৃহস্পতিবার রায় শুনিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ সেই রায়কে ঐতিহাসিক বললেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) ৷ তিনি বলেন, "বিভিন্ন সময়ে তফশিলি জাতি ও উপজাতি কমিশন ও মানবাধিকার কমিশনের কাছে দিল্লিতে আমাদের আশ্রয় নিয়ে হয়েছে । তদন্তকারী দল এসে রিপোর্ট জমা দিয়েছে । এখানে বলতে পারবে না এটা বিজেপি শাসিত রাজ্য ৷ 52 জনকে খুন এবং 70 জনেরও বেশি মহিলাকে ধর্ষণ করা হয়েছে ৷ তার তদন্ত সিবিআই করবে । বাকি চুরি, লুটপাট, ভাঙচুর, মারধরের তদন্তে তিন সদস্যের সিট গঠন করে তদন্ত হবে । হাইকোর্ট বাংলার মা-বোনেদের জন্য একটা ঐতিহাসিক রায় দিল ৷ এটা রাজনৈতিক জয় বলব না । সংবিধানের জয় হয়েছে । হাইকোর্ট যে রায় দিয়েছে তাতে মানুষ সুবিচার পাবেন । সিবিআই-সিট যে তদন্ত করবে তাতে যেন রাজ্য সরকার সহযোগিতা করে ।"