Rain in Howrah due to Jawad : জাওয়াদের প্রভাবে বৃষ্টি হাওড়ায়, পরিস্থিতি দেখতে লঞ্চঘাট ও রামকৃষ্ণপুর ঘাটে মন্ত্রী - জাওয়াদের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে জাওয়াদের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি
জাওয়াদের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর । আজ সকাল থেকে হাওড়া জেলাতে শুরু হয়েছে নিম্নচাপের বৃষ্টি (Rain in Howrah) । জাওয়াদ ঘূর্ণিঝড় শক্তি হারিয়ে এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে । আজ রবিবার, তাই রাস্তাঘাট এমনিতেই ফাঁকা । আর একটানা বৃষ্টিতে খুব প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে বাড়ির বাইরে বেরোতে দেখা যাচ্ছে না । ছুটির দিনে হাওড়া লঞ্চ ঘাটে ভিড় নেই । লঞ্চের সংখ্যাও যথেষ্ট কম । এর মধ্যে হাওড়ার লঞ্চঘাট ও রামকৃষ্ণপুর ঘাটের অবস্থা নিজেই পরিদর্শন করতে এলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় ।