Tarapith : কালীপুজোর সন্ধ্যায় ঝলমল করে উঠল তারাপীঠ মন্দির চত্বর - কালীপুজোর সন্ধ্যায় ঝলমল করে উঠল তারাপীঠ মন্দির চত্বর
সসন্ধ্যা হতেই আলোর রোশনাইয়ে ঝলমল হয়ে ওঠে তারাপীঠ মন্দির চত্বরে । ভিড় জমান ভক্তরা ৷ স্বাভাবিক ভাবেই অন্যান্য দিনের তুলনায় কালীপুজো উপলক্ষে প্রচুর ভক্তের সমাগম হয় । একদিকে যেমন সন্ধ্যারতি চলে, অন্যদিকে মন্দির চত্বরেই চলে হোম-যজ্ঞ এবং তন্ত্রসাধনা । বহু মানুষ বৃহস্পতিবার হোম-যজ্ঞে অংশ নেন এবং জগতের মঙ্গল কামনা করে । নিশিরাতে মা তারাকে স্বর্ণ অলঙ্কার দিয়ে সাজিয়ে রাজবেশে পুজো করা হয় ৷