পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Uma Bharti visits Dakshineswar Temple: দক্ষিণেশ্বরে পুজো দিলেন উমা ভারতী - আদ্যাপীঠে পুজো দিলেন উমা ভারতী

By

Published : Jan 16, 2022, 12:10 PM IST

রাজ্যে এলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী উমা ভারতী ৷ শনিবার সন্ধেয় দক্ষিণেশ্বর ও আদ্যাপীঠ মন্দিরে পুজো দিলেন তিনি ৷ দক্ষিণেশ্বরে মন্দিরের গর্ভগৃহে গিয়ে মা ভবতারিণীকে পুজো দেন তিনি (Former Union Minister BJP leader Uma Bharti visits Dakshineswar Temple) । এরপর সাংবাদিকরা তাঁকে ঘিরে ধরেন ৷ রাজ্য বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রসঙ্গে তিনি সাফ জানান, বিজেপির তাবড় নেতারা আছেন, তাঁরা ঠিক সামলে নেবেন । গণতান্ত্রিক দেশে বিভিন্ন বিচারধারার মানুষ থাকেন, সকলের নিজস্ব মত প্রকাশের স্বাধীনতা আছে ৷ মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে তিনি বলেন, "আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, সেখানে একজন ঠাকুর আছেন ৷ তিনি শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংস ৷ একজন নেতা বিবেকানন্দ ৷ আমার একজন মা আছে, ভবতারিণী ৷"

ABOUT THE AUTHOR

...view details