পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Khela hobe Divas : খেলা হবে দিবসে শহরের রাজপথে ফুটবল খেললেন ফিরহাদ - খেলা হবে দিবসে শহরের রাজপথে ফুটবল খেললেন ফিরহাদ

By

Published : Aug 16, 2021, 8:05 PM IST

মহানগরের রাজপথে ফুটবল খেললেন কলকাতার প্রাক্তন মহানাগরিক ফিরহাদ হাকিম (Firhad Hakim) । এদিন প্রতাপাদিত্য রোডে দুয়ারে সরকার ও খেলা হবে দিবসের (Khela Hobe Divas) সূচনা করলেন কলকাতা পৌরনিগমের প্রশাসক বোর্ডের মুখ্য প্রশাসক ৷ পায়ে বল নিয়ে দিন ফিরহাদ বললেন, "বয়স হয়ে গিয়েছে ৷ আর খেলতে পারি কি না পারি, কিন্তু বাঙালি হয়ে ফুটবল দেখলেই তাতে শট মারার জন্য ভিতর থেকে টান আসে । আর আজ তো ফুটবলপ্রেমী দিবস । আজ তো আরও হচ্ছে ৷" তিনি আরও বলেন, "তৃণমূল খেলার জন্য প্রস্তুত ৷ আমরা এমনই 213টি গোল দিতে পারিনি ৷ মানুষের সেবা করেছি, তাই মানুষই বিপুল জনসমর্থন জানিয়ে আমাদের ম্যাচ জিতিয়েছেন । ত্রিপুরায় বিজেপি যতই বিরোধিতা করুক, সেখানেও খেলা হবেই । বিজেপিকে ফের একবার খেলা দেখাবে তৃণমূল ৷"

ABOUT THE AUTHOR

...view details