পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

মেরেছিস কলসির কানা তাই বলে কি প্রেম দেব না : ফিরহাদ - জিতেন্দ্রকে আক্রমণ ফিরহাদের

By

Published : Dec 16, 2020, 10:20 PM IST

জিতেন্দ্রর বক্তব্যের এবার পালটা দিলেন ফিরহাদ হাকিম ৷ তিনি বলেন, "এতদিন আমার অত্যন্ত প্রিয় ছিল । ছোটো ভাইয়ের মতো ছিল । হঠাৎ করে আমি অপ্রিয় হয়ে গেছি । এখন সে আমাকে গালাগালি দিতেই পারে । আমি জিতেন্দ্রর এই মন্তব্যের জবাবে শুধু একটাই কথা বলব মেরেছিস কলসির কানা তাই বলে কি প্রেম দেব না !" এর আগে নাম না করে ফিরহাদ হাকিমকে আক্রমণ করেছিলেন জিতেন্দ্র তিওয়ারি । বলেছেন, "আমাকে বিজেপিতে চলে যাওয়ার কথা বলছেন ৷ আপনি তো কলকাতাকে মিনি পাকিস্তান করবেন বলেছিলেন ।"

ABOUT THE AUTHOR

...view details