অন্ধ্রপ্রদেশে কোরোনা চিকিৎসাকেন্দ্রে আগুন, মৃত 10 - কোরোনা চিকিৎসালয়ে আগুন
অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার কোরোনা চিকিৎসাকেন্দ্রে আগুন লেগে 10 জনের মৃ্ত্যু। আজ সকালে ঘটনাটি ঘটে ৷ আতঙ্কিত হয়ে পড়েন সেখানে থাকা রোগীরা ৷ ধোঁয়ার কারণে শ্বাসকষ্ট শুরু হয় অনেকের ৷ প্রাণ বাঁচাতে অনেকে জানালা দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করেন ৷ ঘটনাস্থানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা ৷ রোগীদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে লাবদিপেটের রমেশ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ প্রসঙ্গত, ওই কোভিড কেয়ার ফেসিলিটি সেন্টারটি আদতে একটি হোটেল। সেখানে প্রায় 30 জন রোগীর চিকিৎসা চলছিল। 10 জন স্বাস্থ্যকর্মী নিযুক্ত ছিলেন। আগুনের জেরে অসুস্থ হয়ে পড়েন 15-20 জন। চলতি মাসেই গুজরাতের আহমেদাবাদে একটি বেসরকারি হাসপাতালে আগুন লেগে কোরোনায় আক্রান্ত আটজনের মৃত্যু হয়েছিল। হাসপাতালের একটি কর্মীর PPE কিটে আগুন লেগে যায়। তিনি আগুন নেভানোর জন্য দৌড়ে হাসপাতাল থেকে বেরোনোর চেষ্টা করেন। সেই সময় আগুন হাসপাতালের অন্যত্র ছড়িয়ে পড়ে। 50 শয্যাবিশিষ্ট ওই হাসপাতালে প্রায় 45 জন কোরোনা আক্রান্ত চিকিৎসাধীন ছিলেন।
Last Updated : Aug 9, 2020, 12:08 PM IST