Bapi Ghosh after Wining: সারা বছর মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার ফল, মন্তব্য জয়ী বাপি ঘোষের - সারা বছর মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার জয় : জেতার পর বললেন বাপি ঘোষ
কলকাতার পৌরসভা নির্বাচনের ফলাফল কি হতে চলেছে তার কিছুটা আন্দাজ করতে পেরেছিলেন অনেকেই ৷ সবুজ সুনামির পূর্বাভাস সত্যি করে ইতিমধ্যেই প্রায় 134 আসনে এগিয়ে রয়েছে তৃৃণমূল (TMC candidate Bapi Ghosh shares his thoughts after winning) ৷ গতবারের মত এবারও মানুষের সমর্থন পেয়েছেন তৃণমূল প্রার্থী বাপি ঘোষ। 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে পুনঃনির্বাচিত হলেন তিনি। জয়ের পর মানুষকে ধন্যবাদ জানানোর সঙ্গে সঙ্গেই তিনি বলেন, "এই জয় মা মাটি মানুষের জয়, এই জয় সারা বছর মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার জয় ৷"
TAGGED:
Bapi Ghosh after Wining