Puja Parikrama : রাঙা আলতা ও সিঁদুর খেলায় মেতে উমার বিদায় মহিষাদল রাজবাড়িতে - মহিষাদল রাজবাড়ি
বিজয়া দশমীতে আর পাঁচটা সাধারণ পুজো মণ্ডপের মতোই মহিষাদল রাজবাড়িতেও বিষাদের সুর ৷ রাজ্য সরকারের কভিড বিধি মেনে এবছর শুধু রাজপরিবারের সদস্যদের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে সিঁদুর খেলা । সিঁদুর খেলার পরে ভাসানের মধ্যে দিয়ে শেষ হয় মহিষাদল রাজবাড়ির দুর্গাপুজো । তার আগে রাজবাড়ির মহিলারা সিঁদুর খেলায় মেতে উঠলেন ।