Surjya Kanta Mishra : তৃণমূল ও বিজেপি মিথ্যে বলার প্রতিযোগিতায় নেমেছে, আক্রমণ সূর্যকান্তের - বামনেতা
প্রয়োজনে তদন্তকারী সংস্থা শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নয়, মুখ্যমন্ত্রীকেও জেরা করুক, এমনকি বিরোধী নেতাকেও ডাকা হোক, জানালেন প্রবীণ বামনেতা তথা সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ৷ দেশের ধুঁকতে থাকা অর্থনৈতিক অবস্থা নিয়ে তৃণমূল কংগ্রেস ও বিজেপি দু-দলই মিথ্যে কথা বলার প্রতিযোগিতা করছে বলে আক্রমণ করেন তিনি ৷ ভবানীপুরে কংগ্রেস-সিপিএম জোট প্রসঙ্গে তাঁর বক্তব্য ভোট এলেই জোটের এবং সমর্থনের প্রশ্ন ওঠে, ভোট ফুরিয়ে গেলে জোট থাকে না ৷ সমর্থন থাকে না সেই দলের প্রতি ।