পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Chhath Puja : কুলিক নদীর ধারে ছটপুজোয় মাতলেন রায়গঞ্জবাসী - Chhath Puja celebration at Kulik river bank in Raiganj Uttar Dinajpur

By

Published : Nov 11, 2021, 7:16 AM IST

দেশজুড়ে চলছে ছটপুজো । বুধবার বিকেল ও বৃহস্পতিবার ভোরে রায়গঞ্জের কুলিক নদীর ধারে সুভাষগঞ্জ, বন্দর, কাঞ্চনপল্লি ও খরমুজা ঘাটে হাজারে হাজারে ছট পুণ্যার্থীর সমাগম হয় । পুজোর ডালা মাথায় নিয়ে ঘাটগুলিতে এসে দেবী গঙ্গা ও সূর্য দেবতার আরাধনা করেন তাঁরা । রায়গঞ্জ পুরসভা কর্তৃপক্ষ এবং রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সানা আক্তার ও অতিরিক্ত পুলিশ সুপার যশ বর্মা-সহ রায়গঞ্জ থানার আইসি ঘাটগুলি পরিদর্শন করেছেন আগেই ৷ ছটপুজোকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল ৷ পুণ্যার্থীদের সহায়তায় সর্বদা পাশে থেকেছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details