পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Asansol Flood : প্রবল স্রোতে ভাঙল জামুড়িয়ার বিরকুলটি সেতু - Asansol Flood

By

Published : Sep 30, 2021, 10:37 PM IST

অতি বৃষ্টির জেরে জলের প্রবল স্রোতে ভাঙল জামুড়িয়ার বিরকুলটি সেতু । চাষের জমি জলমগ্ন হয়েছে ৷ সেতু ভেঙে যাওয়ার ফলে বিরকুলটি গ্রাম-সহ একাধিক পার্শ্ববর্তী গ্রামে জল ঢুকতে থাকে । আসানসোল ও রানিগঞ্জ শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে বিরকুলটি ও আশপাশের গ্রামের বাসিন্দাদের ৷ চরম সমস্যায় পড়েছেন 5টি গ্রামের মানুষজন । সেতু ভেঙে যাওয়ার পর এলাকায় পরিদর্শনে যান জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং । সেখানে আটকে পড়া মানুষজনের জন্য খাবার ও পানীয় জলের ব্যবস্থা করছে জামুরিয়া ব্লক ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details