"রাজ্যে খুনের রাজত্ব কায়েম করেছে তৃণমূল" - তৃণমূল
রবিবার আরামবাগে খুন হন BJP কর্মী আমির আলি খানের । আজ তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে এসে এই ঘটনার জন্য তৃণমূলকে দায়ি করেন যুব মোর্চার সহ সভানেত্রী মাফুজা খাতুন । বলেন, "তৃণমূল গণপিটুনি দিয়ে আমির আলিকে খুন করেছে । রাজ্যে খুনের রাজত্ব কায়েম করেছে তৃণমূল । আইনশৃঙ্খলা একবারে নেই । "