Durga Puja : পুজোয় ডায়েটকে বিদায়, আড্ডা-ধুনচি নাচে মাতলেন রুবেল - Kolkata Television Industry
টেলিভিশনে সম্প্রচারিত জনপ্রিয় সিরিয়ালের বাস্তব ছবি বারাসতের ভদ্রপল্লির গিরীশ ঘোষ রোডের ধর বাড়িতে । এখানে বাড়ির পুজোয় বাইরে থেকে ঢাকি আসে না ৷ বাড়ির মেয়েরাই ঢ্যাং কুরাকুর বোল তোলেন ঢাকে । প্রতিমাও তৈরি হয় বাড়ির ছেলের হাতেই ৷ সারা বছর পুরুলিয়ার হাসপাতালের মেডিক্যাল অফিসারের দায়িত্ব সামলেও প্রতিমা তৈরি করেন চিকিৎসক অনুপম ধর । আর রিল নয়, রিয়েল চরিত্রদের সঙ্গে আনন্দ করতে আত্মীয়ের বাড়িতে চলে আসেন যমুনা ঢাকি সিরিয়ালের সঙ্গীত ৷ অভিনেতা রুবেল দাসকে সারা বছর বারাসতে পাওয়া না গেলেও এই পুজোর সময় তাঁকে ঠিক এখানেই পাওয়া যায় ৷ এটাই প্রতিবছর ঘটে থাকে ৷ এখানে তিনি জনপ্রিয় অভিনেতার থেকে বেশি পাশের বাড়ির ছেলে । ইটিভি ভারতের জন্য নিজেই ধরলেন অ্যাঙ্কারিংয়ের বুম ৷ জানালেন, পুজোর ক'টা দিন কোনও ডায়েট নেই ৷ আছে প্রিয় মানুষগুলোর সঙ্গে চুটিয়ে আড্ডা ৷ সন্ধ্যায় ধুনচি নাচটা মাস্ট ৷ পরিবারের সকলের সঙ্গে দর্শকদের আলাপ করিয়ে দিলেন রুবেল নিজেই ৷ দেখালেন ঠাকুরও ৷