Bauls protest for poush mela : পৌষমেলার দাবিতে শান্তিনিকেতনে পথে বাউল শিল্পীরা - bauls protest for paush mela
রবিবার পৌষমেলার দাবিতে পথে নামলেন বাউল শিল্পীরা ৷ এদিন গান গেয়ে শান্তিনিকেতনের রাস্তায় মিছিল করেন বাউল শিল্পীরা ৷ সঙ্গে ছিল পৌষমেলা বাঁচাও কমিটিও (bauls protest for paush mela )। উপাসনাগৃহের কাছে জড়ো হয়ে গানে গানে প্রতিবাদ করা হয় এদিন৷ প্রসঙ্গত, এবার আদৌও ঐতিহ্যবাহী পৌষমেলা হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। কোভিড পরিস্থিতির জন্য 2020 সালে বন্ধ রাখা হয়েছিল শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষমেলা। এই মেলা একদিকে যেমন সংস্কৃতির মেলবন্ধন, পাশাপাশি মেলার উপর নির্ভর করে বিভিন্ন পেশার মানুষের রুজিরুটি৷ এবার কোভিড পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় সর্বস্তরের মানুষের দাবি ছোট করে হলেও পৌষমেলার আয়োজন করা হোক ৷ বিশ্বভারতী কর্তৃপক্ষ যদি পৌষমেলা না করে তাহলে মেলার পূর্বপল্লির মাঠটি দেওয়া হোক, বোলপুর পৌরসভা পৌষমেলার আয়োজন করবে ৷ সেই দাবিতেই এবার পথে নামলেন বাউল শিল্পীরা। সঙ্গে ছিল পৌষমেলা বাঁচাও কমিটি ও বোলপুর ব্যবসায়ী সমিতি।