Ola-Uber : কোন যুক্তিতে যাত্রী প্রত্যাখ্যান, এবার থেকে জানতে চাইবে লালবাজার - Ola-Uber
অনলাইন ক্যাব সংস্থাগুলির কাছ থেকে এবার প্রত্যাখ্যান নীতি সংক্রান্ত নথি চাইতে চলেছে লালবাজার । প্রত্যেকদিনই, বিশেষ করে রাতের দিকে অতিরিক্ত ভাড়া চাওয়া বা ট্রিপ ক্যানসেল করে দেওয়ার মতো ভূরিভূরি অভিযোগ আসে যাত্রীদের তরফ থেকে ৷ হলুদ ট্যাক্সির বদলে ওলা-উবের চালু হলেও রোজই একই সমস্যায় পড়তে হচ্ছে বলেই জানাচ্ছেন যাত্রীরা ৷ তা রুখতেই এই সিদ্ধান্ত নিয়েছে লালবাজার ৷