Bomb Blast on Railline : জগদ্দলে রেললাইনের পাশে বোমা বিস্ফোরণ - Bomb Blast on Railline
কাঁকিনাড়া-জগদ্দলের 28 ও 29 নম্বর রেলগেটের মাঝে রেললাইনের ধারে লুকনো বোমা বিস্ফোরণ (Bomb Blast on Railline) । রেলকর্মীরা লাইনে কাজ করার সময় রেল লাইনের ধারে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। সেটি সরাতে গিয়েই ঘটে বিস্ফোরণ। যার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। এই বিস্ফোরণে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। ঘটনাস্থলে রয়েছেন জিআরপি ও আরপিএফের আধিকারিকরা। বোমা কোথা থেকে এল তার তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ।
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST