BMC Election Result 2022 : মেয়র হওয়ার দৌড় সব্যসাচী এবং কৃষ্ণার, জিতেই সোজা নেত্রীর কাছে দু’জনে
বিধাননগর পৌরনিগমে তৃণমূলের জয় সুনিশ্চিত হতেই মেয়র হওয়ার দৌড় শুরু প্রাক্তন এবং বিদায়ীর মধ্যে (Fight for Mayor Seat of Bidhannagr Between Sabyasachi Dutta and Krishna Chakraborty) ৷ জয়ের পর সস্ত্রীক তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে তাঁর কালীঘাটের বাড়িতে চলে যান প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta Meet Mamata Banerjee After Win in Bidhannagar) ৷ সেখান থেকে কলকাতার মেয়র তথা দলের জাতীয় কর্মসমিতির সদস্য ফিরহাদ হাকিমের বাড়ি ৷ পিছিয়ে থাকলেন না বিদায়ী মেয়র কৃষ্ণা চক্রবর্তী ৷ তিনিও মমতার সঙ্গে দেখা করতে চলে আসেন কালীঘাটে (Krishna Chakraborty Meet Mamata Banerjee After Win in Bidhannagar) ৷ তবে, দু’জনেরই দাবি, জয়ের পর দলনেত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ মাত্র ৷ কৃষ্ণা চক্রবর্তী শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেই ফিরে গিয়েছেন ৷ কিন্তু, বিজেপি থেকে তৃণমূলে প্রত্যাবর্তন করা সব্যসাচী নিজের দর বাড়াতে শুধু মমতা নন ৷ তৃণমূলের জাতীয় কর্মসমিতির 2 গুরুত্বপূর্ণ সদস্যের সঙ্গেও দেখা করেন ৷ প্রথমজন ফিরহাদ হাকিম ৷ আর দ্বিতীয়জন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে তাঁর সঙ্গে দেখা করেন সব্যসাচী ৷ সেখানে দু’জনে হাতেহাত মিলিয়ে ছবিও তুলতে দেখা গিয়েছে ৷ এ দিন সব্যসাচী দত্তের স্ত্রীকে একটি শাড়ি উপহার দেন তৃণমূল নেত্রী ৷
Last Updated : Feb 3, 2023, 8:12 PM IST
TAGGED:
BMC Election Result 2022