Attack on BJP MP : 'শাসকদলের আশ্রিত দুষ্কৃতীদের কাজ', হামলার পর প্রতিক্রিয়া জগন্নাথ সরকারের - Attack on BJP MP
গতকাল রাতে 'দ্য কাশ্মীর ফাইলস' দেখে বাড়ি ফেরার পথে হামলার (Attack on BJP MP) ঘটনায় শাসকদলের বিরুদ্ধে অভিযোগ আনলেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। গাড়ির অনেকাংশ ক্ষতিগ্রস্ত হলেও প্রাণে বেঁচে গিয়েছেন তিনি ৷ এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "ঈশ্বরের কৃপায় প্রাণে বেঁচে যাই ৷ আমার গাড়ির গতি একটু দ্রুত থাকার কারণে কিছু হয়নি।" তিনি আরও বলেন, "এই ঘটনায় শাসকদলের আশ্রিত দুষ্কৃতী জড়িত, সংগঠনের ভিত দুর্বল করতেই শাসকদলের দুষ্কৃতীরা আমাকে ভয় দেখাতে বোমাবাজি করেছে।’’ ঘটনার বিবরণ জানিয়ে হরিণঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন সাংসদ। এই ঘটনার প্রতিবাদে এদিন দফায় দফায় 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বিজেপি কর্মী-সমর্থকরা।
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST