পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Ravi Shankar Prasad in Asansol : আমি শত্রুঘ্নকে পরাজিত করেই সাংসদ হয়েছি, আসানসোলে কটাক্ষ রবিশঙ্করের - আসানসোলে রবিশঙ্কর প্রসাদ

By

Published : Apr 9, 2022, 12:38 PM IST

Updated : Feb 3, 2023, 8:22 PM IST

আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রচারে দুর্গাপুরে এলেন বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ ৷ বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের সমর্থনে এসে তিনি বলেন, "আমি পাটনা থেকে বিজয়ী সাংসদ । আর এই শত্রুঘ্ন সিনহাকে পরাজিত করেই আমি সাংসদ হয়েছি । তিনি অবশ্য তখন কংগ্রেসে ছিলেন, এখন টিএমসিতে।" সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ও বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ । রবিশঙ্কর প্রসাদ রাজ্য সরকারকে খোঁচা মেরে বলেন, "যারা দুর্নীতি করে, তারাই ভয় পায় ।" মন্ত্রী আশাবাদী যে আসানসোলের মানুষ বিজেপি প্রার্থীকে আশীর্বাদ করবেন এবং তাঁর জয় নিশ্চিত (BJP MP Ravi Shankar Prasad campaign for Agnimitra Paul in Asansol Paschim Bardhaman) ৷
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details