পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Asansol By Election 2022 : বিহারের লালাকে নয়, আসানসোলের বালাকে ভোট দেবে জনতা: মনোজ তিওয়ারি - আসানসোলের বালাকে ভোট দেবে জনতা

By

Published : Apr 5, 2022, 3:52 PM IST

Updated : Feb 3, 2023, 8:22 PM IST

নিজের বিখ্যাত গান 'বিহার কে লালা।' আর সেই গানের কথা দিয়েই 'বিহারিবাবু' শত্রুঘ্ন সিনহাকে বিঁধলেন জনপ্রিয় গায়ক মনোজ তিওয়ারি (Asansol By Election 2022)। তিনি বলেন,"বিহারের লালাকে নয়, আসানসোলের বালাকে ভোট দেবে জনতা।" আজ আসানসোলের বুধা এলাকায় নিজের বিখ্যাত গান 'বিহার কে লালা।' আর সেই গানের কথা দিয়েই 'বিহারিবাবু' শত্রুঘ্ন সিনহাকে বিঁধলেন জনপ্রিয় গায়ক মনোজ তিওয়ারি (Asansol By Election 2022)। তিনি বলেন, "বিহারের লালাকে নয়, আসানসোলের বালাকে ভোট দেবে জনতা।" আজ আসানসোলের বুধা এলাকায় বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের হয়ে প্রচারে এসেছিলেন মনোজ তিওয়ারি। শত্রুঘ্ন সিনহার প্রসঙ্গ উঠতেই তিনি বলেন, "ওনাকে দেখে আমার হাসি পায়। ওনাকে বিহারের মানুষই প্রত্যাখ্যান করেছে তো আসানসোলের মানুষ কী করে গ্রহণ করবে। দু'বার জিতে বাবুল সুপ্রিয় আসানসোলের মানুষকে ধোঁকা দিয়েছে। আসানসোলের মানুষ খুব কষ্টে আছেন। তাই তারা ঘরের মেয়েকেই জেতাবেন।"
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details